SSC Exam Results 2024
ওয়েবসাইট : Education Board Results
যেকোনো ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে http://www.educationboardresults.gov.bd/ লিখে সার্চ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর পরীক্ষার ক্ষেত্রে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করবেন। তারপর পাশের সাল, আপনার বোর্ড, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখবেন।
সহজ একটা অংক দেওয়া হবে তার সঠিক উত্তরটি লিখে Submit এ ট্যাপ করুন।
পরবর্তী পেইজে আপনার ফলাফল দেখতে পারবেন
🔮এসএসসি ও সমমান সব পরীক্ষার রেজাল্ট এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন।
1. http://www.educationboardresults.gov.bd/
2. https://eboardresults.com/v2/home
মেসেজ : ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল দেখতে পারবেন।
উদাহরণ: SSC Dha 654321 2024
(বিঃদ্রঃ বোঝার সুবিধার্থে ঢাকা বোর্ডে , কাল্পনিক রোল নম্বর 654321 রেজিস্ট্রেশন নম্বর 987654321 ধরে ওয়েবসাইটে এবং এসএমএস কিভাবে লিখবেন তা দেখানো হলো।)
Post a Comment